মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

ভাঙ্গা কঙ্কন
জোনাকী আক্তার

জন্ম থেকে আজ অবধি চোখের জলেই নেয়ে এলাম ।
সুখের ছোঁয়া পাবার আশায়
কষ্টের সাগরে ভেসে গেলাম ।

রঙিন স্বপ্ন সাজাতে গিয়ে স্বপ্ন দেখতেই ভুলে গেলাম ।
যে আশায় বাঁচতে শিখাছিলাম
সেই আশাতে যেন নিজেই পতন হলাম ।

চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করায়
মস্ত বড় ভুল আমার ,
হয়তো বা ভুলটা সেদিনই করেছিলাম
স্রষ্টার কাছে সুন্দর পৃথিবীতে আসার ফরিয়াদ জানিয়ে ।

ভুলের দণ্ডে দণ্ডিত হয়ে
অবজ্ঞা আর অবহেলায় পেয়ে গেলাম ,
কেউ বা পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও
চিরকাল নি:স্বঙ্গই রয়ে গেলাম ।

আর কত কাল ঝরাবে বলো
চোখের কোণ বেয়ে অশ্রু আমার ?
আর কবে ভিড়াবে বলো
সুখের তীরের কিনারায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...