রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

ফিরে আসুক ভালোবাসা
~~~~~~~জোনাকী আক্তার  

আবারো ফিরে আসুক ভালোবাসা
দিনের আলোয়-
সূর্যের বিকিরিত কিরণমালায় ,
কাক ডাকা ভোরে আর কুয়াশায় ঘেরা
ঘাসের বুকে জমে থাকা শিশিরের কণায়
ঘুচে যাক সব কষ্ট ভালোবাসার প্রতিক্ষায় থাকা
প্রতিটা সময়ের বিরহের যন্ত্রণা ॥

আবারো ফিরে আসুক ভালোবাসা
দক্ষিণায় বহে যাওয়া স্নিগ্ধ শীতল হাওয়ায়,
ছোঁয়ে যাক ব্যথায় ভরা হৃদয়ে
মুছে যাক ভালোবাসা হারানোর তীব্র হাহাকার ।

আবারো ফিরে আসুক ভালোবাসা
রাতের আকাশের বুকে ঝরা জ্যোত্‍স্না ধারায়
কেটে যাক সঙ্গীহীন মানুষের একাকী রাত জাগা
মায়াবী জ্যোত্‍স্নার আলোর ছোঁয়ায় ।

জানি যে গিয়েছে চলে , আসবেনা আর ফিরে
তবুও ভালোবাসার শিহরণ আসুক ফিরে স্পন্দনে
একটু হলেও হাসুক ভালো থাকার ছলে
নিরবে কষ্ট চেপে সব কান্না ভুলে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...