সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

তাচ্ছিল্যের হাসি
জোনাকী আক্তার

ইচ্ছা করে আকাশ-বাতাস অট্টহাসিতে ভরিয়ে দিতে
কোনো আনন্দ বা খুশির নয়
অবজ্ঞা আর তাচ্ছিল্যের হাসিতে ।

নামি দামি খাবার সামনে নিয়ে দিব্যি খাচ্ছে পেট পুড়ে
সস্তা খাবারও জুটেনা কখনো
অর্ধাহারে আর অনাবাসে থাকা শিশুগুলোর
কেউবা যদি সামনে এসে
খারারের জন্য হাত দেয় বাড়িয়ে ,
ঘৃণ্য আর তাচ্ছিল্যের স্বরে
দূর দূর করে দেয় তাড়িয়ে ।

কি করে বুঝবে তারা ক্ষুধার যে কত জ্বালা
সোনার চামচ মুখে দিয়ে
জন্ম যে তাদের ।
ধিক তোমাদের এই মানবতা কে
এই বুঝি ভালোবাসা মানুষ মানুষের তরে !
তাচ্ছিল্য আর অবজ্ঞা তো তাদেরকেই
যারা অবহেলা করে অসহায় মানুষগুলোকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...