শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

অচেনা মানুষ
জোনাকী আক্তার
মাঝে মাঝে মনে হয় সবই যেন থেমে গেছে
কোন একটা দৈবশক্তির কালো ছোবলে 
নিষ্প্রাণ চারপাশ আর থেমে যাওয়া কোলাহলে,
কাছের মানুষের দূরে চলে যাওয়ায় শূণ্যতার পরশে ।
সবই থাকে ঠিক শুধু থাকে না হঠাত্‍ আসা
কাছের মানুষের বেশে আসা এক অচেনা মানুষ,
চলে যাবার সময় করে যায় একা
কেড়ে নিয়ে তিলে তিলে গড়ে ওঠা সব ভালেবাসা ।
ভালোবাসাহীন হৃদয় না পারে নতুন করে স্বপ্ন দেখতে
না পারে অচেনা মানুষের মত অভিনয় করে দূরে সরে যেতে
শুধুই পারে থামিয়ে দিতে তার জীবনের পথ চলা
যদিও বা কেউ অবিরত চলে জীবনের পথে পেতে হয় আঘাত প্রতি বেলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...