মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

ভাঙ্গা কঙ্কন
জোনাকী আক্তার

জন্ম থেকে আজ অবধি চোখের জলেই নেয়ে এলাম ।
সুখের ছোঁয়া পাবার আশায়
কষ্টের সাগরে ভেসে গেলাম ।

রঙিন স্বপ্ন সাজাতে গিয়ে স্বপ্ন দেখতেই ভুলে গেলাম ।
যে আশায় বাঁচতে শিখাছিলাম
সেই আশাতে যেন নিজেই পতন হলাম ।

চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করায়
মস্ত বড় ভুল আমার ,
হয়তো বা ভুলটা সেদিনই করেছিলাম
স্রষ্টার কাছে সুন্দর পৃথিবীতে আসার ফরিয়াদ জানিয়ে ।

ভুলের দণ্ডে দণ্ডিত হয়ে
অবজ্ঞা আর অবহেলায় পেয়ে গেলাম ,
কেউ বা পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও
চিরকাল নি:স্বঙ্গই রয়ে গেলাম ।

আর কত কাল ঝরাবে বলো
চোখের কোণ বেয়ে অশ্রু আমার ?
আর কবে ভিড়াবে বলো
সুখের তীরের কিনারায় ?

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

তাচ্ছিল্যের হাসি
জোনাকী আক্তার

ইচ্ছা করে আকাশ-বাতাস অট্টহাসিতে ভরিয়ে দিতে
কোনো আনন্দ বা খুশির নয়
অবজ্ঞা আর তাচ্ছিল্যের হাসিতে ।

নামি দামি খাবার সামনে নিয়ে দিব্যি খাচ্ছে পেট পুড়ে
সস্তা খাবারও জুটেনা কখনো
অর্ধাহারে আর অনাবাসে থাকা শিশুগুলোর
কেউবা যদি সামনে এসে
খারারের জন্য হাত দেয় বাড়িয়ে ,
ঘৃণ্য আর তাচ্ছিল্যের স্বরে
দূর দূর করে দেয় তাড়িয়ে ।

কি করে বুঝবে তারা ক্ষুধার যে কত জ্বালা
সোনার চামচ মুখে দিয়ে
জন্ম যে তাদের ।
ধিক তোমাদের এই মানবতা কে
এই বুঝি ভালোবাসা মানুষ মানুষের তরে !
তাচ্ছিল্য আর অবজ্ঞা তো তাদেরকেই
যারা অবহেলা করে অসহায় মানুষগুলোকে ।

রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

ফিরে আসুক ভালোবাসা
~~~~~~~জোনাকী আক্তার  

আবারো ফিরে আসুক ভালোবাসা
দিনের আলোয়-
সূর্যের বিকিরিত কিরণমালায় ,
কাক ডাকা ভোরে আর কুয়াশায় ঘেরা
ঘাসের বুকে জমে থাকা শিশিরের কণায়
ঘুচে যাক সব কষ্ট ভালোবাসার প্রতিক্ষায় থাকা
প্রতিটা সময়ের বিরহের যন্ত্রণা ॥

আবারো ফিরে আসুক ভালোবাসা
দক্ষিণায় বহে যাওয়া স্নিগ্ধ শীতল হাওয়ায়,
ছোঁয়ে যাক ব্যথায় ভরা হৃদয়ে
মুছে যাক ভালোবাসা হারানোর তীব্র হাহাকার ।

আবারো ফিরে আসুক ভালোবাসা
রাতের আকাশের বুকে ঝরা জ্যোত্‍স্না ধারায়
কেটে যাক সঙ্গীহীন মানুষের একাকী রাত জাগা
মায়াবী জ্যোত্‍স্নার আলোর ছোঁয়ায় ।

জানি যে গিয়েছে চলে , আসবেনা আর ফিরে
তবুও ভালোবাসার শিহরণ আসুক ফিরে স্পন্দনে
একটু হলেও হাসুক ভালো থাকার ছলে
নিরবে কষ্ট চেপে সব কান্না ভুলে ॥

শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

অচেনা মানুষ
জোনাকী আক্তার
মাঝে মাঝে মনে হয় সবই যেন থেমে গেছে
কোন একটা দৈবশক্তির কালো ছোবলে 
নিষ্প্রাণ চারপাশ আর থেমে যাওয়া কোলাহলে,
কাছের মানুষের দূরে চলে যাওয়ায় শূণ্যতার পরশে ।
সবই থাকে ঠিক শুধু থাকে না হঠাত্‍ আসা
কাছের মানুষের বেশে আসা এক অচেনা মানুষ,
চলে যাবার সময় করে যায় একা
কেড়ে নিয়ে তিলে তিলে গড়ে ওঠা সব ভালেবাসা ।
ভালোবাসাহীন হৃদয় না পারে নতুন করে স্বপ্ন দেখতে
না পারে অচেনা মানুষের মত অভিনয় করে দূরে সরে যেতে
শুধুই পারে থামিয়ে দিতে তার জীবনের পথ চলা
যদিও বা কেউ অবিরত চলে জীবনের পথে পেতে হয় আঘাত প্রতি বেলা ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...