শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


ভ্রান্ত
Junaki Akter
খোঁজতে তারে
হারিয়ে গেছি অন্ধকারে 
পথ ভোলা পথিকের মত ॥
অন্ধকারের ছোবলে
চেনা পথগুলোও আজ
অচেনা পথের মত ॥
অন্ধকার পথের
শেষ সীমানা খোঁজি
দিকভ্রান্ত নাবিকের মত ॥
ক্ষীণ আলো আশায়
আছি চেয়ে প্রতীক্ষায়
নিষ্ক্রীয় পরজীবীর মত ॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...