শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


অভিমানী
-------Junaki Akter
যদি কাঠফাটা রোদ্দুরে পুড়ে যাই ,
আমি একা 
বলব না কভু তোমায় তপ্ত দেহে
ছুঁয়ে দিতে তোমার স্নেহের হিমেল ছোয়া ॥
যদি শ্রাবণের ধারায় অশ্রু ঝরায় ,
আমি একা
বলব না কভু তোমায় অশ্রুসিক্ত বদন
ছুয়ে দিতে তোমার মমতার ছোঁয়া ॥
যদি নিঝুম রাতগুলোতো জেগে থাকি,
আমি একা
বলব না কভু তোমায় ঘুম পাড়িয়ে দিতে
তোমার মিথ্যা আর ছলনা দিয়ে সাজানো ভালোবাসার গল্প বলে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...