শনিবার, ১ অক্টোবর, ২০১৬


ঝরা পাতা
Junaki Akter
ঝরা পাতার মত যখন ঝরে পড়েছিলাম
তোমার জীবনের বৃক্ষ থেকে ,
একটুও কষ্ট হয়নি আমার
এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম
তোমার ছায়াতেই তো আমি আছি ।
আমার এই সুখটুকুও আর বেশিদিন থাকলনা
একটা দমকা ঝড়ো হাওয়া এসে
উড়িয়ে নিয়ে গেল তোমার সীমানার বাইরে ।
বাকহীন মানুষগুলোর মত শুধু চেয়ে দেখা ছাড়া
আর অবিরত অশ্রু ঝরানো ছাড়া কিছুই করার ছিলনা ,
বিধির বিধানটা মেনে নিয়েই
তোমার থেকে ক্রোশ ব্যবধানে
আমার বিচরণ অবলীলার কষ্টপরীতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...