বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

অক্ষম ভালোবাসা
জোনাকী আক্তার
তোমার বিষাক্ত মায়ার বাঁধনকে উপেক্ষা করে, নিজেকে গুটিয়ে নিয়েছি
তাতে জানিনা , একরাশ কষ্ট ছাড়া আর কি পেয়েছি ?
আমি ত জানি কেউ খোঁজবেনা আর আমায়
তবুও রয়ে যাবো আমি আজীবন নিড়ালায়, পার্থিব এ ধরায়।
একদিন হয়তো শুনতে পাবে ভোরের কাকের কাছে
ছেড়ে গেছি তোমাকে আরো অনেক দূরে এ ধরা থেকে ।
সেদিনও বুঝবেনা তুমি, তোমার কি হারিয়ে গেলো
বোবাদের ভাষা বোঝার ক্ষমতা নেই বলে, জানতেও পারবেনা
কেউ তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলো।
তুমিও বুঝবে একদিন, যেদিন তোমার পাশে আর কেউ রবে না
আমি জানি তুমিও কাঁদবে ,চোখের জলেই নায়বে
সেদিন চোখের জলই শাসিয়ে বলবে তোমাকে
কেন অত টা নিষ্ঠরতা করেছিলে আমার সাথে।
আমিও দেখবো দূর থেকে তোমার আর্তনাদ
তোমার পাশে বসে , চোখের জল মুছতে পারবোনা বলে
সেদিনও আমার অক্ষমতাকে দিও অপবাদ।
তুমি জেনে রেখো , প্রকৃতি অসামঞ্জস্যতা মেনে নিতে পারেনা
তোমাকেও কাঁদাবেই দেখে নিও, যত টা যত্ন করে আমাকে কাঁদিয়েছো,
তবুও আমার প্রত্যাশা থাকবে তুমি সুখে থেকো
আমার সুখের রাজ্যে বিষ ঢেলে দিলেও, তোমার মঙ্গল কামনা করেই যাবো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...