শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

ঝুম বৃষ্টি
জোনাকী আক্তার
------------------------------------------
ঝুম বৃষ্টি-
যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি
টুপটাপ শব্দে মনোহরণকারী,
উদাস মনে ইচ্ছে জাগে
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে-
আঁতকে উঠি শীতল শিরহণে ।
ঝুম বৃষ্টি-
দেখি জানালার ফাঁকে
তখন মনে হয় যেন
আকাশের অবিরত ক্রন্দন,
না জানি কত কাল ব্যথা রেখেছিলো
তার বিশাল বক্ষের জমা।
ঝুম বৃষ্টি-
বাড়িয়ে দেয় হৃদয়ের শূণ্যতা
জানিয়ে দেয় তোমার নি:শব্দে
আমার কল্পণায় বিচরণের বার্তা।
জানো ত, তখন খুব একলা লাগে
ভাবি এই বুঝি তুমি এলে।
ঝুম বৃষ্টি-
আলতো পরশ বুলিয়ে দেয় পত্রপল্লবে
বাড়িয়ে দেয় সবুজের সৌন্দর্য।
ইচ্ছা করে সবার চোখ এড়িয়ে
তোমার হাত ধরে ভিজতে
বলো ,ভিজবে কি আমার সাথে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...