শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

নিবেদিতা
জোনাকী আক্তার
*********************
ঘোরতর অমাবস্যা 
দীঘল রজনী ,
তব ভয় নাহি মোর
আঁধারেই নিমজ্জিত
স্বীয় চিত্তখানি ।
কেহ আসিবে
মোর হৃদয়ের দ্বারে
যবে মিলিতে দেখা
এ দেহে , মনে-প্রাণে
উঠিবে ফোটে
জ্যোতির মেলা,
কাটিবে আমার অমাবস্যা
ফুরিবে তব মোর দীঘল রজনী ।
জ্বলিবে মোর বহ্নিশিখা
সাজিয়ে মোর প্রণয়ের পসরা,
করিব তাহারে বরণ -
মোর সঞ্চিত প্রেম নিবেদন ।
করিব তাহারই চরণে
নিষ্কুলুষ এ তপ্ত দেহ সমর্পণ !
কি করে শুধাবো তাহারে
কোন সে ইঙ্গিতে
বুঝিবে মোর স্বপ্নকুমার ,
এ শূণ্যপথচারী যে তাহারই
প্রণয়ের কাঙালিনী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...