রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬



খেলা ঘর
জোনাকী আক্তার



আধো আলো আধো ছায়ায়
মেতে আছি এক নির্মম খেলায় !
কখনো হারিয়ে ফেলি নিজেকে
অন্ধকারের নিষ্ঠুর ছোবলে,
কখনো সম্বিত ফিরে পাই
মায়াবী ভালোবাসার ক্ষীণ আভায়


আধো আলো আধো ছায়ায়
মেতে আছি এক নির্মম খেলায় !
দূরের মানুষকে কাছে টেনে নিয়ে ,
কাছের মানুষকে দেয় দূরে সরিয়ে
শুধু একটু ভালো থাকার অভিপ্রায়ে,
দিবা-রাত্রি ব্যস্ত ভালোবাসার অভিনয়ে


আধো আলো আধো ছায়ায়
মেতে আছি এক নির্মম খেলায় !
কারো চোখের জল ঘুচাতে
অবিরত ঝরিয়েছি অন্যের চোখে জল
কখনো ভুল শুধরে নিতে
স্বীয় স্বত্তা ডুবেছে ভুলের অতলে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...