শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

অদেখা আঁখি জল
জোনাকী আক্তার


যাচ্ছে কেটে সময় যে যার মত
একি ছাদের নিচে থেকেও কেউ কারো নয় ,
চক্ষুযুগলে চেপে রাখা অভিমান
ঠোঁটের কোণে ফুটে ওঠা শুষ্ক হাসিটাই ম্রিয়মান ॥
লোক চক্ষু সম্মুখে পাশে থাকার অভিনয়
মনের দূরত্বটা আকাশ-পাতালের ন্যায় ,
দিবা আলোয় বসে কত শত স্বজনের মেলা
নিশিত রজনীতে করে নিসঙ্গতার খেলা ।
যাচ্ছে কেটে দিন যে যার মত
একি ছাদের নিচে থেকেও কেউ কারো নয় ,
বিষন্নতার ছোঁয়ায় একাকার হৃদয় -
সব কিছু ভুলে তবুও খোঁজে একটু প্রণয় ।
হয়তো কেউ বুঝে ,কেউবা না বুঝার করে ভান
বাড়িয়ে চলে মনের দূরত্ব করে অতিক্রম সব পিছুটান ,
মাঝের দেওয়াল হয় আকাশ সম
পারেনা কেউ কারো হতে ক্ষণিকের ভ্রম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...