রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬


বেথাতুর হৃদয়ের কান্না
জোনাকী আক্তার


বেলা শেষে নেমে আসা গোধূলী লগ্নে
ইচ্ছে করে সব ব্যথা ভুলে
বসে তোমার পাশে স্বনিপুনে ,
হারাবো তোমার মাঝে কল্প কথার ছলে ।

ফিরবে চেতন তোমার আলতো পরশে
কোথায় হারালে বলবে হেসে ,
আনমনা আমি কিছু বলতে গিয়েও হয়তো হবে না বলা
ভালোবাসি তোমায় যতটা না নিজেকে বাসি ভালো ।

না বলা কথা গুলো কখনো হয়না বলা,
একি পথে চলতে চেয়েও হয়না চলা ।
মাঝ পথ থেকে হতে হয়
দু'জনের দুইদিকের পথিক ,
তবুও ইচ্ছে হয় একি চলতে

ইচ্ছে গুলো আমার বড্ড অগোছালো
তাই হয়তো ইচ্ছেতেই আবদ্ধ ,
অর্ধ পূরণ হয়েও আবার সবি হারালো
নিসঙ্গ আমি আজ সত্যিই নিস্তব্ধ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...