বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

বিষন্নতার ছোঁয়া
জোনাকী আক্তার



বিষন্নতার বিষ ছুড়িয়ে পড়েছে সর্বত্র
ছেঁয়ে গেছে জীবনের প্রতিটি প্রকোষ্ঠে,
কাক ডাকা ভোরগুলো এখন আর নতুন উদ্দীপনা নিয়ে আসেনা
রাতগুলো কেটে যায় নির্ঘুম ,
ভোরের সজীবতা আর উপভোগ করা হয় না ।
সবকিছুই যেন মৃত্যুপরীর মত মনমরা । প্নাণের চাঞ্চল্যতা হারিয়ে গেছে ,
কোনো এক অজানা কারনে ।
মৃতপ্রায় দেহ নিয়ে অবিরত বাঁচা-মরার সংগ্রামে লিপ্ত ।
তবুও বলবো ভালো আছি ,
যতটা ভালো তুমি রেখেছো ।
তার থেকেও শতগুণ ভালো আছি আমি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...