বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

একাকী জীবন
জোনাকী আক্তার
আজ আমি ভালো নেই
বড্ড একা শুধু তোমার শূণ্যতায়,
ভাবিনি একসাথে চলার মাঝপথে
হাতটি ছেড়ে দিবে অবেলায় ।
যদি কোন ভুল থাকে অগোচোরে আমার
শুধরে নেওয়ার সময়তো দিতে পারতে একটিবার ,
কিছু না বলেই একা রেখে চলে
একবারও ভাবোনি তুমি, তোমাকে ছাড়া কতটা নি:স্ব অন্তরালে ।
সবার থেকে দূরে সরিয়ে
তুমি চলে গেছো আজ বহুদূরে ,
না পারি আজ একা চলতে
না পারি সব ভুলে নতুন করে বাঁচতে ,
ভালোবাসাহীন জীবন কতটা দুর্বিষহ
তোমার হয়তো জানা নেই ,
জানতে ইচ্ছে করে সত্যিই কি তুমি ভালো আছো
নাকি ভালো থাকার মুখোশে আবৃত ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...