শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

অবলা
জোনাকী আক্তার

বিধাতার দিয়েছে সম-অধীকার
শুধু দেয়না পুরুষশাসিত সমাজ ,
মেনে নিতে বাধ্য করে তাদের মতবাদ
কখনো যদি কেউ করে প্রতিবাদ
দিতে হয় জান , নয়তো হতে হয় সমাজচ্যুত ।
বলো আর কত কাল দাবিয়ে রাখবে অবলা বলে
আর কত করবে বিদ্ধ নির্যাতনের ,
কত কাল ঝরাবে তোমরা পরাজয়ের জল
আর কত বন্ধি থাকবে অন্ধকার প্রকোষ্ঠে অবলার দল ?
না করে আঘাত , বাড়িয়ে দাও হাত
অবলাও হতে পারে তোমাদের সম ,
যদি দাও সুযোগ তাদের সামনে এগুবার
শুনবে সেদিন নারী আর নারীত্বের জয়ের ধ্বনি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...