শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


ভ্রান্ত
Junaki Akter
খোঁজতে তারে
হারিয়ে গেছি অন্ধকারে 
পথ ভোলা পথিকের মত ॥
অন্ধকারের ছোবলে
চেনা পথগুলোও আজ
অচেনা পথের মত ॥
অন্ধকার পথের
শেষ সীমানা খোঁজি
দিকভ্রান্ত নাবিকের মত ॥
ক্ষীণ আলো আশায়
আছি চেয়ে প্রতীক্ষায়
নিষ্ক্রীয় পরজীবীর মত ॥



অভিমানী
-------Junaki Akter
যদি কাঠফাটা রোদ্দুরে পুড়ে যাই ,
আমি একা 
বলব না কভু তোমায় তপ্ত দেহে
ছুঁয়ে দিতে তোমার স্নেহের হিমেল ছোয়া ॥
যদি শ্রাবণের ধারায় অশ্রু ঝরায় ,
আমি একা
বলব না কভু তোমায় অশ্রুসিক্ত বদন
ছুয়ে দিতে তোমার মমতার ছোঁয়া ॥
যদি নিঝুম রাতগুলোতো জেগে থাকি,
আমি একা
বলব না কভু তোমায় ঘুম পাড়িয়ে দিতে
তোমার মিথ্যা আর ছলনা দিয়ে সাজানো ভালোবাসার গল্প বলে ॥

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬


তুমি নেই বলে
জোনাকী আক্তার

আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে
এখন আর সাথে কারনে-অকারনে অভিমান করে
দু'কূল ছাপিয়ে অশ্রু ঝরেনা ।
নদীতে এখন আর রঙ্গিন স্বপ্নের তরী ভাসেনা ,
ভাসে শুধু ধুসর বর্ণহীন কষ্ট আর মৃত কল্পনা ।
যেন না এক পাওয়া কষ্টের স্তূপের চর ,
জানো তো , এভাবে নদীটার বয়ে চলা
কতটা কষ্টকর ?
তুমি নেই বলে
হৃদয়ের ভেতরটা যেন চৈত্রের খর রৌদ্রের দাবদাহে ,
আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে ।
নদীতে আর প্রাণোচ্ছ্বল ঢেউগুলো নেই ,
চিরতরে শান্ত হয়ে গেছে
শুধু তুমি নেই বলে ॥



কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...