শনিবার, ১২ আগস্ট, ২০১৭



চিনতে তুমি পারোনি
জোনাকী আক্তার

তুমি দেখেছো আমায় অসংখ্যবার
কিন্তু বুঝতে তুমি পারোনি একটিবার ,
কত হাসির আড়ালে কষ্ট চেপে রেখেছিলাম 
তুমি তা তিল পরিমাণও টের পাওনি ।
তোমার কত আঘাত নীরবে সয়েছি
মুখ ফোটে বলা হয়নি তোমাকে হারাবার ভয়ে ।
তোমায় নিয়ে কত ইচ্ছা ছিলো মনে
শুধু বলা হয়নি চাপা অভিমানের কারনে,
প্রথমত তোমাকে যতটা কাছের মত হতো,
সময়ের বদৌলতে তোমার দূরত্ব ততই বেড়েই চলত।
আপ্রাণ চেষ্টা করেছিলাম তোমাকে আঁকড়ে ধরে রাখার,
কত আকুতি ছিলো হৃদয়ের সুপ্ত ইচ্ছা গুলো পূরণ করার।
ইচ্ছা ছিলো তোমাকে সুখের পতাকা করে 
হৃদয়ে উড়াবো অনন্তকালের জন্য ,
তোমার ঠোঁটের কোণে ফোটে উঠা মৃদু হাসিকে
শান্তির কপোত মনে করে সারাবেলা কাটাবো ।
চোখে চোখ রেখে একই স্বপ্ন দেখবো ,
তোমার হাতটি ধরে স্বপ্ন গুলো সাজাবো ।
আসলে কিছুই করা হলো না, না ইচ্ছা পূরণ
না তোমার সাথে সারা জনম কাটানো ।
সব শেষে যে যার মত করে 
দুজনে দুই দিকে ছুটে চলছি ,
অজানা অচেনা এক দূর্গম পথ ধরে 
এটাই হয়তো চেয়েছিলে তুমি ,
তাই বিনা শর্তে দিয়েছিলাম মুক্তি সমস্ত মায়ার বাঁধন থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...