সোমবার, ২৩ জুলাই, ২০১৮

মূর্দা
জোনাকী আক্তার
*****************************
আজ বাদে কাল হয়তো হবে মূর্দা
কিসের এতো দাম্ভিকতা -
কিসের এতো অহংকার ?
এক সেকেণ্ডের নাই নি:শ্বাসের বিশ্বাস
ভুলে গিয়ে যেন গড়ছো টাকার পাহাড়,
কি হবে এতো ধন-দৌলতের ?
রেখে যেতে হবে সবই।
চোখ বুঝলেই আঁধার দেখবে
কেউ হবে না সঙ্গী তোমার,
যাকে আজ নয়নের মণি করে রেখেছো
সে শুধু দু'ফোটা জলই ফেলবে।
হয়তো তোমার স্নেহশোকে মূর্ছা যাবে
একদিন, দুইদিন অনাহারে থাকবে,
তারপর আস্তে আস্তে ভুলে যাবে
সে কারও চোখের মণি ছিলো।
তোমার কষ্টার্জিত অর্থ পানির মত করবে ব্যয়
তখন তোমার নামও কেউ আর নিবে না,
কি লাভ এতো কষ্ট, পাপচার ,অন্যায় করে-
কারো বুকে লাথি মেরে অর্থাপার্জন করা ?
যেখানে বসতটাই আমাদের চুরাবালিতে,
কখন যে হারিয়ে যাবো সে অতলে ,
কারো জানার ছিঁটেফুটাও সাধ্য নেই
নেই সাধ্য বসত বানাতে চুরাবালি থেকে একটু দূরে।
চলনা সবাই বন্দনা করি, হে খোদা !
দাও হিম্মত , করো পাপ মোচন
দেখাও সে পথ, যে পথে তোমার দেখা পাই
মউত যেন হয় সবার ঈমানের সহিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...