শনিবার, ৫ মে, ২০১৮

মন খারাপ
জোনাকী আক্তার
***************************

ধরো , তোমার ভীষণ মন খারাপ
কোনো এক ফাঁকে আমাকে তোমার মনের কথা জানালে,
কিন্তু আমি তোমার মন ভালো করার জন্য কিছুই করবোনা,
বরং তোমার মন আরে বেশি খারাপ করে দিবো।
যখন দেখবো , তোমার চোখ লালচে কিংবা
চোখ থেকে ফোঁটায় ফোঁটায় বারি বর্ষণ হবে,
ঠিক তখনই আমি চলে যাবো তোমার সামনে থেকে
অবাক হচ্ছো আমার এ রকম আচরণে ?

জানি , তুমি অবাক হবে; তোমার মনে
আরো অভিমানের পাহাড় গড়ে তুলবে,
আমি ঠিক তখনই পেছন থেকে এসে
তোমার চোখ চেপে ধরবো ;
তারপর-
তোমার কানের কাছে গিয়ে বলবো
ভালোবাসি , ভালোবাসি ॥

আমি জানি তোমার তখন সব অভিমান
নিমিষেই বরফের মত গলে যাবে ,
আর মন খারাপ সে তো নিশ্চিহ্ন হবেই
আমার এ রকম কাণ্ড দেখে , তুমি ঠিকই হাসবে
কিংবা হাসির আড়ালে তুমিও ভালোবাসি বলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...