শনিবার, ৫ মে, ২০১৮

অনলে পুড়ে যাই
জোনাকী আক্তার
****************************
আমি ছুটছি পিছুটান কাটিয়ে
অদৃষ্টের দোহায় কিংবা নিয়তির টানে,
সুখ , ভালোবাসা কে মাটিচাপা দিয়ে
ভালোবেসে প্রাপ্ত এক সিন্ধু কষ্ট লুকিয়ে মনে।
ভালোবাসলে নাকি চোখের ভাষা বোঝে
কিন্তু তুমি পারলে না বুঝতে অনিমেষ,
দু'টি চোখ শুধু তোমার ভালোবাসা খোঁজে
এড়িয়ে চোখের ভাষা তুমি হয়তো ছিলে বেশ।
কি বা চেয়েছিলাম আমি তোমার কাছে
একটু ভালোবাসা , একটু সময় আর তো কিছু না,
বেলা শেষে মুষ্টিবদ্ধ দু'টি হাত চেয়ে ছিলাম পাশে
তোমার নিকট স্বল্প চাওয়াও পূরণ হলোনা ।
ইচ্ছা ছিলো তোমাতেই বাঁচতে
কিন্তু তুমি দূরত্ব বাড়িয়ে দূরে ঠেলে দিলে,
খুব করে চাইতাম তুমি জুড়ে থাকো আমার হাসিতে
কিন্তু তুমি আমার কান্নার কারন হয়ে গেলে।
চোখের জল মুছে মন আমার খোঁজে ফিরে
কি এমন ভুল ছিলো তুমি দেখেছিলে ?
তুমিও তো বাসতে ভালো আমার মতন করে
তবে কেন পুড়ালে আমায় দু:খের অনলে ?
তুমি হৃদয় আমার ভেদ করেছো বিষময় তীরে
কিন্তু চাইবোনা কোনো কৈফয়ত হোক না সুখগুলো মলিন
কিংবা আমি জ্বলে ভস্ম হয়ে যাই অনলে পুড়ে
আমি নীরবে মেনে নিবো হোক যত দুর্বিষহ দিন ।
মন খারাপ
জোনাকী আক্তার
***************************

ধরো , তোমার ভীষণ মন খারাপ
কোনো এক ফাঁকে আমাকে তোমার মনের কথা জানালে,
কিন্তু আমি তোমার মন ভালো করার জন্য কিছুই করবোনা,
বরং তোমার মন আরে বেশি খারাপ করে দিবো।
যখন দেখবো , তোমার চোখ লালচে কিংবা
চোখ থেকে ফোঁটায় ফোঁটায় বারি বর্ষণ হবে,
ঠিক তখনই আমি চলে যাবো তোমার সামনে থেকে
অবাক হচ্ছো আমার এ রকম আচরণে ?

জানি , তুমি অবাক হবে; তোমার মনে
আরো অভিমানের পাহাড় গড়ে তুলবে,
আমি ঠিক তখনই পেছন থেকে এসে
তোমার চোখ চেপে ধরবো ;
তারপর-
তোমার কানের কাছে গিয়ে বলবো
ভালোবাসি , ভালোবাসি ॥

আমি জানি তোমার তখন সব অভিমান
নিমিষেই বরফের মত গলে যাবে ,
আর মন খারাপ সে তো নিশ্চিহ্ন হবেই
আমার এ রকম কাণ্ড দেখে , তুমি ঠিকই হাসবে
কিংবা হাসির আড়ালে তুমিও ভালোবাসি বলবে।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...