শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬


~~~~~~পথ শিশু
~~~~~~~~জোনাকী আক্তার

জন্মটা আমার কোথায় জানা নেই ,
তবে এইটুকুই মনে হয় মা
তোমার কুল জোড়েই এসেছিলাম
এই নিষ্ঠুর-নির্দয় , ক্ষুধা আর তৃষ্ণায়পূর্ণ পৃথিবীতে ।

পথে পথে ঘুরি আর জীবিকা খুঁজি
যেখানে রাত্রি নামে , সেখানেই দু'চোখ বুজি ,
আপন আবাস আর আপন জন বলতে কোনটাই নেই
শুধু আমি আছি আর আছে বিশাল আকাশ
খোলা আকাশটার নিচেই আমার স্থায়ী নিবাস ।

মাঝে মাঝেই চোখের কোণে অশ্রু জমে যায়
যখন দেখি মা নামের মানুষটি ,
তার সন্তানকে জড়িয়ে নেই পরম স্নেহ আর মমতায়
জানো তো মা , আমারও অনেক ইচ্ছা জাগে
তোমার ভালোবাসা -আদর স্নেহে ভাগ বসায় ।

যখন ক্ষুধার যন্ত্রণায় দ্বারে দ্বারে ঘুরি
কত লোকে পায়ে যে পড়ি
কেউ দেয়না এক মুঠো অন্ন তুলে মুখে আমার
রাস্তার পাশে ফেলা উচ্ছিষ্ট খাবারগুলোই জুটে অভাগার ॥
দিন শেষে যখন চারপাশ নিস্তব্ধ করে রাত নামে
সবাই যখন শান্তির নিদ্রায় ঢলে পড়ে ,
আমারও ইচ্ছা করে সারা দিনের ক্লান্তি ভুলে ,
গভীর ঘুমে আচ্ছন্ন হতে মাথা রেখে তোমার কুলে ।

ভাগ্যটা আমার হয়ত একটু বেশিই খারাপ
তাই হয়তআমি তোমাদের থেকে দূরে ,
জানি কখনোই আর হবেনা ফিরা
তোমাদের আদর-স্নেহ আর ভালোবাসার নীড়ে ॥

শনিবার, ১ অক্টোবর, ২০১৬


ঝরা পাতা
Junaki Akter
ঝরা পাতার মত যখন ঝরে পড়েছিলাম
তোমার জীবনের বৃক্ষ থেকে ,
একটুও কষ্ট হয়নি আমার
এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম
তোমার ছায়াতেই তো আমি আছি ।
আমার এই সুখটুকুও আর বেশিদিন থাকলনা
একটা দমকা ঝড়ো হাওয়া এসে
উড়িয়ে নিয়ে গেল তোমার সীমানার বাইরে ।
বাকহীন মানুষগুলোর মত শুধু চেয়ে দেখা ছাড়া
আর অবিরত অশ্রু ঝরানো ছাড়া কিছুই করার ছিলনা ,
বিধির বিধানটা মেনে নিয়েই
তোমার থেকে ক্রোশ ব্যবধানে
আমার বিচরণ অবলীলার কষ্টপরীতে ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...