বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

কেন এমন হয়
জোনাকী আক্তার
**************************
ভাঙা গড়ার খেলায়
নিজেকে বারবার গড়ি,
দু:খ-সুখের ভেলায়
ঘুম ভাঙার মতই
কেটে যায় সুখের রেশ,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?
ছুঁতে গিয়ে তোমায়
গুটিয়ে নিই বারবার,
কোন সে মায়াবলে
তুমি আর নও আমার,
প্রলাপ বকে যাই
আমি একলা একাই,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?
কেন এতো অভিনয়
মেকি হাসির আড়ালে,
স্বপ্নবুনা দু'চোখ যেন
বাঁধ ভাঙা জোয়ারের ঢেউ,
তুমি ছুটে চলেছো
অন্য কোন মোহনায়,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?

Image result for image of lone girl

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

কেউ রাখেনি খোঁজ
জোনাকী আক্তার
************************
উদ্ভ্রান্ত ঝড়ের দাপটে,
লণ্ডভণ্ড হয়ে গেলাম
কেউ রাখেনি খোঁজ -
কত অপেক্ষার বলয়
একদৃষ্টে পাড়ি দিলাম
নিয়তি মেনে রোজ ।
শুষ্ক বুকে নদী বইলো দুকূল ছাপিয়ে জল,
সহস্রাধিক বার ডুবে গেলাম পাইনি খোঁজে তল।
আজলা ভরে কষ্ট কুড়িয়ে
সন্তর্পণে রেখে দিলাম
কেউ রাখেনি খোঁজ-
নিয়তির সেই ভাঙনের খেলায়
সবকিছুই মেনে নিলাম,
তবুও নাকি আমিই অবুঝ।
অঙ্কুরেই বিনষ্ট হলো ভালোবাসার কমল,
কেউ দেখেনি সেই ক্ষতটাও ছিলো প্রবল।
মরুর বুকে জল ঢালার ন্যায়
একাই ভালোবেসে গেলাম
চোরাবালিতে ডুবার মত
নিজেই যেন বিলিন হলাম
পাশে থাকার অঙ্গিকারেও
কেউ রাখেনি খোঁজ।
Image result for image of lonely girl

শনিবার, ৬ জুলাই, ২০১৯

তোমাকেই চাই
জোনাকী আক্তার
****************************
কোন কাননে থাকে বলো
কোন গহীণে বাস?
এতো আপন ভেবেও কেন
তোমার মনের পাইনা খোঁজ?
তোমার মনে আমার নামে
আদৌ কি ভালোবাসা আছে ?
বার বার জানার জন্য-
তোমার আঙিনায় ঘুরি রোজ।
তোমার সাথে একই ছাদের তলায়
কত গল্প বলার ছিলো,
সময়ের সাথে মিলিয়ে গেছে,
নানান অযুহাতে তুমিও তাই।
মেঘের আড়ালে কিঞ্চিত্‍ রোদের ঝিলিক
যেমন মেঘগুলো লুকিয়ে ফেলে,
আমার কষ্টের ভিড়ে সুখের আবেশ পেতে
আমি শুধু তোমাকেই যে চাই।
ভালো থাকার যুদ্ধে যদি তুমি-
ভালোবাসাকেই হারিয়ে ফেলো,
তবে তোমার সে ভালো থাকার মানে
আমাকে একটু বুঝিয়ে বলতে পারো ?
আমি তোমার জন্য ভুলে যাবো সব
সমাজে রীতি-নীতি, তুচ্ছ করে বাধা-বিপত্তি
ছুটে যাবো তোমার কাছেই
অনন্তকালের জন্য যদি হাতটি তুমি ধরো।

Related image

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

সংশয়
জোনাকী আক্তার
***************************
এমনও ঘোর বর্ষনের মত
আমার আঙিনায় তুমিও নেমে এসো
যেন দু'হাত বাড়িয়ে
ছুঁতে পারি তোমায় অকপটতায়।
এমনও ঘোর বর্ষনের মত
আমার আঙিনায় তুমিও নেমে এসো,
স্নিগ্ধ পরশের জন্য দু'হাতে-
আজলা ভরে মাখবো সারা গায় ॥
আমি কানে পেতে রই দেয়ালের ওপারে
তুমিও কি শোনতে পাও ?
টুপটুপ বৃষ্টি পতনের ছন্দে
যেন ডাকছে তোমায় গানে গানে।
আমি কান রই দেয়ালের ওপারে
তুমিও কি শোনতে পাও ?
এ যেন সঙ্গীহীন একেলা বিষাদের সুরে
অচেতন মন মূর্ছিত ভালোবাসার টানে॥
আমার ধ্যান ভেঙ্গে যায়
শান্ত আকাশের বুকে বজ্রের আঘাতে,
কি আছে তোমার মনে লুকিয়ে ?
আমার বড্ড জানতে ইচ্ছে হয় ।
আমার ধ্যান ভেঙ্গে যায়
শান্ত আকাশের বুকে বজ্রের আঘাতে,
আলোকবর্ষ দূরত্বের মাঝে যেন তুমি মরীচিকা
সংশয়ে কেঁপে উঠি, তবে কি আমরা কেউ কারো নয় ??
Image may contain: plant, tree, outdoor and nature

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

তরঙ্গহীন জল
জোনাকী আক্তার

আনমনে আকাশ পানে চেয়ে
গুণা হত কত তারা হাতে হাত রেখে,
কখনোই ভাবিনি তোমারও ঠাঁই হবে
তারাগুলোর সাথে আকাশের এক কোণে ॥

স্বর্থপর তুমি একবারও ভাবোনি
তোমাকে ছাড়া কতটা সঙ্গীহীন আমি ,
কত বার ভাবি তোমার পথেই যাব চলে
মিছে ভালোবাসার অন্তরালে ॥

সুখগুলোও আজ বিষাদে পূর্ণ
চোখের কোণ থেকে ঝরে অশ্রু হয়ে
নিসঙ্গতার কষ্টগুলো ভালোবাসা হারানোর বেদনায় ॥
তোমার প্রতীক্ষায় 
 জোনাকী আক্তার

 ভুলে গিয়ে সব অভিমান
 ফিরে কি আসা যায় না একটিবার ?
 বিনিময়ে চাইবোনা কোনো প্রতিদান 
ভালোবাসায় ভরিয়ে দেবো হৃদয় তোমার ।

 তোমার আমার মাঝে গড়ে ওঠা
 বিভেদের দেওয়াল চূর্ণ করে
 আবারো কি এক হওয়া যায় না সখা
 দু'টি দেহের এক আত্মার সমন্বয় চিরতরে ।

 ছেড়ে যাওয়া হাতটি আবারো ধরে
 যায়না কি হাঁটা একি পথে ?
 ভেঙ্গে যাওয়া স্বপ্ন আবারো সাজিয়ে
 দু'জনে মিলে যায় না পারি জমানো জীবনের রথে ? 

যেভাবেই পারো ফিরে আসো তুমি
 দিনমান কেটে যায় তোমায় ভেবে ,
 তোমার প্রতীক্ষায় রয়েছি আমি 
 না ফেরা অবধি তোমার ভালোবাসা তোমারি রবে
গোধূলী প্রহর

নীলা জানে আবিরের সাথে আর কোনো দিন দেখা হবে না । দেখা হওয়াটা সম্ভবও না । তবুও নীলা আবিরকে এক পলক দেখার জন্য ছটফট করে । মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে আবিরকে খোঁজার চেষ্টা করে । নীলা জানে না কোন তারার গুলোর মাঝে আবির লুকিয়ে আছে । এক সময় আবির পাগলের মত ভালোবাসত নীলাকে । কিন্তু নীলার আজ মনে হচ্ছে আবির তাকে ভালোবাসেনি । যদি ভালোবাসত তবে কখনোই অন্য জগতে চলে যেত না নীলাকে একা রেখে ।কথা রাখেনি আবির । স্বার্থপরের একাই মত চলে গেছে । আবির এক বারও ভাবেনি , তাকে ছাড়া তার পাগলীটা কতটা অগোছালো হয়ে যাবে । নীলা বড়ই অগোছালো হয়ে গেছে । নীলা বারান্দায় বসে বছর খানেক আগের কথা ভাবছে । সেমিষ্টার ব্রেকে সবাই বাড়ি যায় । আবিরও তাদের বাড়ি চলে যায় । যেদিন আবির বাড়ি চলে যায় ।

ওই দিনটিই ছিলো নীলার জীবনে কালময়ী দিন । নীলা আবিরের সাথে বাসষ্ট্যান্ড পর্যন্ত আসে । রিহাদ আর আবিরের বাড়ি পাশাপাশি। তাই দুইজনে একসাথেই বাড়ি যায় ।আবির বাসের টিকেট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।নীলাও বাসায় ফিরে আসে। ঘন্টা খানেক পর আবির নীলাকে কল দিয়ে জানায় ভাটারা চলে গেছে । কিন্তু নীলার মনটা সেদিন বেশিই খারাপ হয়েছিলো । সে আবিরকে বলেই ফেলে , "তোমার চলে যাওয়া মনে হচ্ছে যেন একেবারে চলে যাচ্ছো আসতে আসতে অনেক অনেক দূরে। " আবির সব কিছুতেই নীলার সাথে মজা করত । আবির বলে , আগে বেশি ভালোবাসছিলে । তাই কখনোই দূরত্বটা মনে হতোনা । সব সময় কাছেই মনে হতো । "বলেই আবির হাসতে থাকে । নীলা রেগে বলে , তার মনে এখন ভালোবাসিনা ?আবির তখন বলে , "ভালোবাসো তবে আগের থেকে অনেক কম ।" নীলা পরে কথা হবে বলে ফোনটা রেখে দিবে । আবির তখন হাসতে হাসতে বলে , "ওই পাগলী , আমি তো জানি তুমি অনেক ভালোবাসো । মজা করতে কি পারিনা তোমার সাথে ?
ঠিক আছে এখন রাখছি । তবে শোন , ভালোবাসি আমার পাগলীটাকে । নীলা তখন জানায় , কাউকে ভালোবাসতে হবে না । তবে তুমিও শুনে রেখো ভূতের দাদার দেখা পেলে, তাকে জানিও আমিও তাকে ভালোবাসি । আর বাড়ি পৌঁছে গেলে জানাবে। আবির পারবোনা বলে ফোনটা কেটে দেয় হাসতে হাসতে ।

কিছুদুর যাওয়ার পরই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । আবিরের সাথে বন্ধু মাথায় আঘাত পায় । কিন্তু আবির বাস থেকে ছিটকে পড়ে যায় । আবির ঘটনাস্থলেই মারা যায় । নীলার সাথে আবিরের শেষ দেখাও আর হয়নি ।

রিহাদকে হসপিটালে ভর্তি করে । ওইদিকে নীলার দুশ্চিন্তা বাড়তে থাকে । সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। আবিরের কোন খোঁজ নেই । কোন মতে রাত পার করে নীলা আবিরের ছোট বোন টুম্পাকে কল দেয় । অনেকক্ষণ রিং হওয়ার পর রিসিভ করে । টুম্পার সাথে নীলার মাঝে মাঝে কথা হতো আবির বাড়ি গেলেই । টুম্পা ফোন রিসিভ করেই কান্না শুরু করে । কি হয়েছে জানতে চায় নীলা । টুম্পা বলে শুধু ভাইয়া আর নেই বলেই কান্না শুরু করে । আর কিছুই বলতে পারিনি ।নীলা ফোনটা হাতে নিয়েই বসে পড়ে । তারপর থেকেই সবার থেকে দূরে থাকে । কারো আর মিশেনা , নীলার জীবন থেকে হাসি মাখা মুখটা চিরতরে বিলীন হয়ে যায়। বেশির ভাগ রাত কেটে যায় নীলার আকাশের দিকে তাকিয়ে । কখনো বারান্দায় বসে আবির রেখে যাওয়া স্মৃতি হাতরে ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...