বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

কেন এমন হয়
জোনাকী আক্তার
**************************
ভাঙা গড়ার খেলায়
নিজেকে বারবার গড়ি,
দু:খ-সুখের ভেলায়
ঘুম ভাঙার মতই
কেটে যায় সুখের রেশ,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?
ছুঁতে গিয়ে তোমায়
গুটিয়ে নিই বারবার,
কোন সে মায়াবলে
তুমি আর নও আমার,
প্রলাপ বকে যাই
আমি একলা একাই,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?
কেন এতো অভিনয়
মেকি হাসির আড়ালে,
স্বপ্নবুনা দু'চোখ যেন
বাঁধ ভাঙা জোয়ারের ঢেউ,
তুমি ছুটে চলেছো
অন্য কোন মোহনায়,
কেন এমন হয়-
হারানোর সুর কেন এতো যাতনাময়?

Image result for image of lone girl

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...