রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

কেউ রাখেনি খোঁজ
জোনাকী আক্তার
************************
উদ্ভ্রান্ত ঝড়ের দাপটে,
লণ্ডভণ্ড হয়ে গেলাম
কেউ রাখেনি খোঁজ -
কত অপেক্ষার বলয়
একদৃষ্টে পাড়ি দিলাম
নিয়তি মেনে রোজ ।
শুষ্ক বুকে নদী বইলো দুকূল ছাপিয়ে জল,
সহস্রাধিক বার ডুবে গেলাম পাইনি খোঁজে তল।
আজলা ভরে কষ্ট কুড়িয়ে
সন্তর্পণে রেখে দিলাম
কেউ রাখেনি খোঁজ-
নিয়তির সেই ভাঙনের খেলায়
সবকিছুই মেনে নিলাম,
তবুও নাকি আমিই অবুঝ।
অঙ্কুরেই বিনষ্ট হলো ভালোবাসার কমল,
কেউ দেখেনি সেই ক্ষতটাও ছিলো প্রবল।
মরুর বুকে জল ঢালার ন্যায়
একাই ভালোবেসে গেলাম
চোরাবালিতে ডুবার মত
নিজেই যেন বিলিন হলাম
পাশে থাকার অঙ্গিকারেও
কেউ রাখেনি খোঁজ।
Image result for image of lonely girl

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...