মঙ্গলবার, ৭ মে, ২০১৯

সংশয়
জোনাকী আক্তার
***************************
এমনও ঘোর বর্ষনের মত
আমার আঙিনায় তুমিও নেমে এসো
যেন দু'হাত বাড়িয়ে
ছুঁতে পারি তোমায় অকপটতায়।
এমনও ঘোর বর্ষনের মত
আমার আঙিনায় তুমিও নেমে এসো,
স্নিগ্ধ পরশের জন্য দু'হাতে-
আজলা ভরে মাখবো সারা গায় ॥
আমি কানে পেতে রই দেয়ালের ওপারে
তুমিও কি শোনতে পাও ?
টুপটুপ বৃষ্টি পতনের ছন্দে
যেন ডাকছে তোমায় গানে গানে।
আমি কান রই দেয়ালের ওপারে
তুমিও কি শোনতে পাও ?
এ যেন সঙ্গীহীন একেলা বিষাদের সুরে
অচেতন মন মূর্ছিত ভালোবাসার টানে॥
আমার ধ্যান ভেঙ্গে যায়
শান্ত আকাশের বুকে বজ্রের আঘাতে,
কি আছে তোমার মনে লুকিয়ে ?
আমার বড্ড জানতে ইচ্ছে হয় ।
আমার ধ্যান ভেঙ্গে যায়
শান্ত আকাশের বুকে বজ্রের আঘাতে,
আলোকবর্ষ দূরত্বের মাঝে যেন তুমি মরীচিকা
সংশয়ে কেঁপে উঠি, তবে কি আমরা কেউ কারো নয় ??
Image may contain: plant, tree, outdoor and nature

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...