মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

আহ্বান
জোনাকী আক্তার
****************************

চলো...........
জমিয়ে রাখা কিছু কষ্ট উড়াই,
সময়ের ব্যবধানে ব্যস্ততার অজুহাতে
হৃদয় ঘেটে দেখো কষ্টের বৃহদাকারের স্তূপ।

চলো..........
কিছু অভিমান গুঁড়িয়ে দেই,,
অনেক তো হলো মান-অভিমান
এবার না হয় অতীতের সব ভুলে গেলাম।

চলো.........
কিছু শূণ্যতার অনুভূতি মিশিয়ে দেই,
দূরের মেঘহীন আকাশের নীলিমায়
সবিনয়ে শুধু দূরত্বটা ঘুচিয়ে দিও।

চলো.......
তুমি-আমি এক সূত্রে গেঁথে যাই,
জন্ম -জন্মান্তর যেন একই বাঁধনে বেঁধে
সুখ-দু:খের সাগরে একসাথে করবো স্নান ।
Image result for image of couple

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...