মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

#কাব্যকথন (আমি ও অনিমেষ)
লেখক : জোনাকী আক্তার

****************************************************

আমি :
তোমার শহরে যখন হয় সূর্য অস্তাচল
আমার শহরে তখন নামে আষাঢ়ের ঢল,
তুমি তখন ঢলে পড় সুখ নিদ্রার কোলে
আমি তখন বিনিদ্র রজনী কাটাই পুড়ে বিরহের অনলে।
এভাবেই যাচ্ছে দিন বেশ তবুও নেই কোন অভিযোগ
সুখের তরী ডুবিয়ে আমার তুমি একাই করছো সুখ ভোগ,
কি বলবো তোমায় কয়েক বছর পর দেখা হওয়ায় ?
কি বলবো তোমায় কয়েক বছর পর দেখা হওয়ায় ?রে চাইতাম তোমায়
শুধু একবার এসে বলে যেতে এভাবে ভেঙ্গে পড় না
আমি তো আছি তোমার পাশে , অনুভূতিতে আর কেঁদোনা।

অনিমেষ :
আঁধার রাতে ক্ষীণ আলোয় যেভাবে জোনাক জ্বলে
তুমি , তোমার স্মৃতি ভেসে উঠে আমার অন্তরালে,
যদি বলো তোমাকে কষ্টে রেখে আমি সুখে আছি
তবে বলবো তুমি ভুল আমিও অনুশোচনার অনলে পুড়ছি।
তোমার অশ্রুশিক্ত চাহনী বার বার ভেসে উঠেছে মানসপটে
ইচ্ছা করতো সেই অশ্রু মুছে জড়িয়ে ধরি জাপটে,
আর বলি তোমাকে একা রেখে কোথাও যাবোনা
কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বলতে পারিনা ।

আমি :
সেই বাস্তবতার কথা আমি আর শুনতে চাইনা
যে বাস্তবতা এলোমেলো জীবনকে সাজিয়ে দিতে পারবেনা,
পারবেনা পূর্ণ করে দিতে হৃদয়ের মাঝে সৃষ্ট শূণ্যতার গহ্বর
সব থেকে আপন ভাবা মানুষকে যে বাস্তবতা করেছে পর।
বলতে পারো আমার দোষ টা কোথায় ছিলো ?
যে জন্য আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে হলো,
আমি কি চেয়েছিলাম স্রোতের বিপরীতে চলতে ?
চেয়েছিলাম যত কঠিন বাস্তবতায় হোক মানিয়ে নিতে।

অনিমেষ :
আমি চাইনি কারন হতে তোমার নির্ঘুম রাত কাটানোর
চেয়েছিলাম তোমার চোখে ঘুম কিংবা গান হতে ঘুম পাড়ানোর,
চাইনি তোমায় কষ্টরা এসে ছুঁয়ে যাক নির্মমতায়
চেয়েছিলাম দু'হাতে আগলে রেখে ভরিয়ে দিতে ভালোবাসায়।
সময়ের টানে ছুটছি আমি এক যান্ত্রিকতার মায়াবলে
কি করে বুঝাবো তোমায় আমিও কষ্টাঘাতে হচ্ছি শেষ তিলে তিলে,
ছেলেদের যে কাঁদতে নেই, পিছুটানে হটতে নেই
হাসতে হয় সবার সাথে তাল মিলিয়ে
একরাশে যন্ত্রণায়।
তবে তোমায় বলবো ভালো থেকো পুরোনো স্মৃতি ভুলে
নতুনত্বের মাঝেও ভালোবাসা খোঁজে পাবে জীবনটাকে আবারও সাজালে,
আজও বিদাই জানাই তোমার তরে শুভ কামনায়
এমনই করে যেন আবারও দেখা হয় দু'জনার আমি রইবো সেই প্রতীক্ষায়।

আমি :
দেখলে তো খুব সহজেই বলে ফেললে ভালো থেকো
কিন্তু তোমাকেও মনের বেখেয়ালে যদি বলি ভালো রেখো
জানি তুমি তোমার অক্ষমতার কথা বলবে
ভালোবাসাহীন কেউ ভালো থাকতে পারে না তা তুমি কি করে বুঝবে ?
তুমি প্রতীক্ষাতে থাকলেও আবারও দেখা হোক আমি চাইনা
আর শুনতে চাইনা তোমার মিথ্যে মিশানো স্বান্তনা ,
জীবন আমার যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক
চাইনা নতুন ভালোবাসার খোঁজে আরও কষ্টে ভরুক।
আমি তো বেশ আছি কষ্টগুলোকে অনলে পুড়িয়ে
বুকের ভেতর জমানো দু:খগুলো কে বাতাসে উড়িয়ে ।
সেদিনও বিদায় লগ্নে কিছুই বলার ছিলো না আজও নেই
আমি শূণ্যতায় হারিয়ে গেলেও ভালো থেকো তুমিই ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...