রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

একলা মন
জোনাকী আক্তার
*********************
মন আমার একলা মন-
কাকে নিয়ে রাত-দুপুরে
ভাবিস এতো সারাক্ষণ ?
ঘুরিস এতো কার দুয়ারে
যে দুয়ারে তোর নাই রে ঠাঁই,
যাকেই তুই আপন ভাবিস
সেই তো আর তোর নাই ।
কেনোই বা তুই তাকে নিজের করে রাখিস ?
মন রে আমার একলা মন-
কাকে পাবার জন্য রে তুই
রপ্ত করিস পাথুরে হৃদয়াঙ্গন ?
যে হৃদয়ের ত্রিসীমানায়
পড়বে না আর চরণ রে তোর,
তবে রে কেন তারই ধ্যানে
পার করে দিস মধ্য দুপুর ?
সে তো ফিরবে না তোর ভালোবাসার টানে।
মন রে আমার একলা মন-
ডুব সাঁতারে ডুবিয়ে তোকে
সে তো দিব্যি আছে রে এখন
তবে কেন তুই কেঁদে ভাসাস নিজেকে ,
নোনা জলের অকূল দরিয়াতে ?
কেন রে তুই ছুটে চলিস
তার ছায়ায় নিজেকে জড়াতে ?
তার কাছে ফিরে কি পেলি তুই আমায় একটু বলিস ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...