সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭



ছুঁই যেন শূণ্য দিগন্তে
জোনাকী আক্তার
********************************
আমি চোখ মেলে দেখিনা তোমায় 
বসত যে তোমার কল্পনায়, 
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে 
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
পথে দেখি অজস্র মানুষ হেঁটে চলে সঙ্গী সাথে
তোমায় ভেবে ছায়াসঙ্গী আমিও চলি সেই পথে
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
রূপালী চাঁদ আলো ছড়ায় মায়াময় পৃথিবীতে
চাঁদকে তখন তুমি ভেবে গল্প করি সেই রাতে
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে 
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
একলা বসে আপন মনে ভাবি যখন তোমায়
এই বুঝি পাশে আছো অনন্তকাল ধরে, 
ছুঁতে তোমায়, মনের বেখেয়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
নেই তো তুমি কোথাও, যত দূরেই দৃষ্টি মেলি
চোখের পাতা ভারি হলে দেখি তোমার প্রতিকৃতি,
ছুঁতে তোমায়, মনের বেখেয়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...